স্বাধীনতা দিয়ে গেছ, সমাধান দিয়ে যাওনি হে পিতা তুমি ভালো থেকো
সেপারে-সকল অনাচার অবিচার নির্যাতন নিপীড়ন কুতসা রটনা অবহেলা অবজ্ঞা
তিরস্কার ব্যঞ্জনা লাঞ্ছনা অপমান তাচ্ছিল্যের ঘৃণ্যতম হীনমনোবৃত্তি থেকে
যোজন যোজন দূরে । বেহেস্তের সুন্দরতম নিস্পাপ নিষ্কলঙ্ক নিস্কন্টকময়
পৃথিবীতে । শুধু অপলক নির্বাক চেয়ে চেয়ে দেখ-তোমার মুক্তিরা ভালো নেই।
No comments:
Post a Comment